২০১২ সালের পর থেকে দেশের খাদ্যনিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পুষ্টি পরিস্থিতির তেমন উন্নতি নেই। এখনো দেশের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ৩৭ শতাংশ অপুষ্টিতে ভুগছে এবং তারা স্বাভাবিকের চেয়ে কম উচ্চতাসম্পন্ন। ১৫ শতাংশ নবজাতক জন্ম নিচ্ছে স্বাভাবিকের চেয়ে কম ওজন নিয়ে। গতকাল বুধবার দেশের খাদ্যনিরাপত্তা এবং পুষ্টি পরিস্থিতি-২০১২ প্রতিবেদনের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সভায় এসব কথা বলা হয়। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সভায় খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা নারী ও শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার...

